মধ্যনগর প্রতিনিধি
মধ্যনগর সদর ইউনিয়নের হরিপুর গ্রামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে। নিহত প্রভাত সরকার (৬৭) ওই গ্রামের মৃত দীরেশ সরকারের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে প্রতিদিনের মতো প্রভাত সরকার তার নিজ বসত ঘরে ঘুমাতে যান। ভোরে তার স্ত্রী রমা রানী স্বামীকে বিছানায় না দেখতে পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। এরপর বাড়ির বাইরে ছোটভাই সুখময় সরকারের আধাপাকা ঘরের বারান্দার বর্গায় একটি সাদা নতুন রশিতে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। পরে রমা রানীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে। প্রভাত সরকার ছাতক সিমেন্ট কারখানার অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন। প্রায় ৩ বছর পুর্বে স্ট্রোক করে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকে স্ত্রী বীর মুক্তিযোদ্ধা রমা রানী দাসের সঙ্গে গ্রামের বাড়িতেই বসবাস করতেন।
এ বিষয়ে মধ্যনগর থানার ভারগ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন,খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করি। প্রাথমিক ভাবে এটি আত্মহত্যা বলে ধারনা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।
- প্রচারে নেই, পোস্টার ছাপাতেও পারছেন না জাপার প্রার্থী!
- মধ্যনগরে খোলা হলো হাওরের স্লুইস গেট