স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌরসভার বেশি জনসংখ্যা অধ্যুষিত পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা মাদকাসক্ত ও মাদকব্যবসায়ীদের দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছেন। শিক্ষা সচেতন এলাকা হিসেবে পরিচিত এই ওয়ার্ডের বাঁধনপাড়া, নতুনপাড়া ও শান্তিবাগ এলাকাকে শহরবাসী আলাদা চোখে দেখেন। সম্প্রতি দিন-রাত মাদকের উৎপাতে ভোগেন এই এলাকার মানুষজন। দাপটের সাথে নিয়মিত মাদকসেবন সহ নানা অপরাধমূলক কর্মকা-ে লিপ্ত হচ্ছে এই এলাকার স্থানীয় ও বহিরাগত কিছু তরুণ।
যন্ত্রণায় অতিষ্ঠ এলাকাবাসী প্রতিকার চেয়ে মঙ্গলবার জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দিয়েছেন। স্মারকলিপির অনুলিপি জেলা পরিষদ চেয়ারম্যান, পুলিশ সুপার, পৌর মেয়র, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউএনও ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছেও দেয়া হয়েছে। জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদানের সময় ওয়ার্ডের বর্তমান ও সাবেক কাউন্সিলরসহ সচেতন ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
ওয়ার্ডের বাসিন্দাগণ জানান, এসব অপরাধমূলক কর্মকা-ে জড়িতরা মহল্লার রাজনৈতিক নেতাকর্মীদের প্রশ্রয়ে থাকে। কেউ কেউ আবার হচ্ছেন আর্থিকভাবে লাভবান।
লিখিত আবেদনে অভিযোগ করা হয়, বাঁধনপাড়া কিছু তরুণ সহ অজ্ঞাতরা মাদকসেবন ও ব্যবসার সাথে জড়িত। এসব কর্মকা-ের স্পট হিসেবে বাঁধনাপাড়া পয়েন্ট থেকে ড্যাফোডিল কিন্ডারগার্টেন ও বাঁধনপাড়া পয়েন্টের কালভার্টের মুখ হতে উত্তর নতুনপাড়া পয়েন্ট পর্যন্ত উল্লেখ করা হয়। এদের বাঁধা দিলে খুন, গুম সহ বিভিন্ন হুমকি দামকি দেয়া হয় বলেও উল্লেখ করা হয়।
পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সচেতন নাগরিক মো. সামছুল ইসলাম পারভেজ বলেন, দিন দিন আমাদের এলাকায় মাদকাসক্তদের যন্ত্রণা বাড়ছে। মাদক সেবনের পাশাপাশি ব্যবসা করছে এরা। এই কাজে রাজনৈতিক ব্যাক্তিরা পিছন থেকে সেল্টার দিচ্ছেন, এজন্য এরা এতো দুঃসাহস করতে পারছে।
সাবেক পৌর কাউন্সিলর অ্যাড মনিষ কান্তি মিন্টু বলেন, এলাকায় এখন মদ, গাঁজা এমনকি ইয়াবাও বিক্রয় হচ্ছে। এতে করে এলাকার ভালো ভালো ছেলেরাও খারাপ কাজে প্রভাবিত হচ্ছে। মাদকাসক্ত হয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীদের সাথে ইভটিজিং করছে। সবকিছু মিলিয়ে আমরা সামাজিক নিরাপত্তাহীনতায় ভুগছি।
বর্তমান কাউন্সিলর গোলাম সাবেরীন সাবু বলেন, ওয়ার্ডের সুনাম আছে শহরজুড়ে। ইদানিং কিছু মাদক ব্যবসায়ীদের জন্য সেটা নষ্ট হচ্ছে। এলাকাবাসীকে বিভিন্ন সময় সামাজিক প্রতিরোধ গড়ে তুলেছি। তাদের বুঝিয়েছি। কিন্তু তারা কোনোভাবেই এসব ছাড়তে রাজি নয়, উল্টো আরও হুমকি দেয় মহল্লাবাসীকে। বাধ্য হয়ে প্রশাসনের কাছে জানিয়েছি।
- সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয়ে স্বতন্ত্র প্রার্থী তালহা
- ঐক্যবদ্ধ থাকলে অপশক্তি মাথা তুলে দাঁড়াতে পারবে না -মুকুট