মাদিনাতুল খাইরীর মাংস বিতরণ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে মাদিনাতুল খাইরী আল ইসলামী সেবা সংস্থার উদ্যোগে কুরবানীর মাংস বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার শহরতলীর গ্রাম বড়ঘাট এলাকায় মাদিনাতুল খাইরী জামে মসজিদ কমপ্লেক্সে এই মাংস বিতরণ করা হয়।
মাংস বিতরণকালের উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক লতিফুর রহমান রাজু, মাও. এমদাদুল হক, কাজী জামাল উদ্দিন, গ্রাম্য চিকিৎসক আতাউর রহমান প্রমুখ।
সুনামগঞ্জের মাদিনাতুল খাইরী আল ইসলামী সেবা সংস্থার প্রতিনিধি মাও. এমদাদুল হক জানান, বড়ঘাট গ্রাম ও পার্শ্ববর্তী এলাকার সাড়ে ৬ শত জন বিভিন্ন শ্রেণী পেশার দরিদ্র মানুষজনকে এই কুরবানীর মাংস দেয়া হয়।
মদিনাতুল খাইরী আল ইসলামী সেবা সংস্থার চেয়ারম্যান শেখ মাও. ফয়েজ আহমদ জানান, সুনামগঞ্জের শহরতলীর গ্রাম ছাড়াও জগন্নাথপুর উপজেলার হবিবপুর গ্রামে এবং দেশের ২০টি স্থানে মাংস বিতরণ করা হয়েছে।