স্টাফ রিপোর্টার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসহায় মানুষের জন্য সুদমুক্ত ঋণের ব্যবস্থা তৈরি করে গেছেন। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মানুষকে সাবলম্বি করতে এই ঋণ প্রদান করা হয়। মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নতির স্বপ্ন সবসময় দেখতেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু জানতেন দেশের সামগ্রিক উন্নয়ন করতে হলে পিছিয়ে পড়া মানুষকেও উন্নয়নের মূল ধারার সঙ্গে যুক্ত করতে হবে। এতে অসহায় মানুষ নিজের ভাগ্য পরিবর্তন ও মানুষের জীবনমান উন্নয়ন হচ্ছে।
পল্লী সমাজসেবা কার্যক্রম ও পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রমের সেবাগ্রহীতার মাঝে ক্ষুদ্রঋণ বিতরণ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রমের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন সমাজকল্যাণ সচিব মো. জাহাঙ্গীর আলম।
এসময় তিনি আরো বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য ও আর্থ সামাজিক মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। সমাজসেবা দপ্তরে মাধ্যমে সরকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করে যাচ্ছে। মানুষের জীবনমান উন্নয়নে সরকার ঋণ দিচ্ছে। এসব ঋণ নিয়ে অনেকে গরু, ছাগল কিনে লালল পালন করে সাবলম্বি হচ্ছেন। সরকার দেশের বেকার ছেলে মেয়েদের কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করছে।
সভা শেষে ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয় উপকারভাগীদের মধ্যে।
শুক্রবার বিকালে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের মহা পরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল, সিলেট বিভাগীয় সমাজসেবা পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত, শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.ফারুক আহমদ,উপজেলা ভাইস চেয়ারম্যান নূর হোসেন প্রমুখ।
- দিরাইয়ে প্রতারণামূলক পোস্টারে ছেয়ে গেছে শহর
- জেলার ২ হাজার ৬২০ হেক্টর জমিতে আবাদ হয়েছে সরিষা