মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে-এমপি মানিক

ছাতক প্রতিনিধি
জাপান সরকারের দেয়া উপহার একটি আধুনিক এ্যাম্বুলেন্স আনুষ্ঠানিক উদ্বোধনকালে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা অর্থাৎ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে। ইতিমধ্যেই মৌলিক অধিকার বাস্তবায়নে ধাপে-ধাপে এগিয়ে যাচ্ছে সরকার। তিনি বলেন, সিলেট বিভাগের মধ্যে ছাতকের কৈতকে ২০ শয্যা বিশিষ্ট ট্রমা সেন্টারের কাজ প্রায় শেষের পথে। এখন শুধু আনুষ্ঠানিকতাই বাকি রয়েছে। মুমুর্ষ রোগীর জন্য সম্প্রতি ছাতক হাসপাতালে যুক্ত হয়েছে ভারত সরকারের উপহার অত্যাধুনিক সুবিধা সম্পন্ন একটি এ্যাম্বুলেন্স। জাপান সরকার কর্তৃক প্রদেয় এ এ্যাম্বুলেন্সটি যুক্ত হওয়ায় ছাতক হাসপাতালে চিকিৎসা সেবার মান আরো বৃদ্ধি পেয়েছে বলে তিনি মনে করেন। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে জাপান সরকারের দেয়া উপহার একটি আধুনিক এ্যাম্বুলেন্স উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী, সহকারী কমিশনার(ভুমি) ইসলাম উদ্দিন, সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল রনজয় চন্দ্র মল্লিক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্তী, ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকির, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।