স্টাফ রিপোর্টার
বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উপলক্ষে বৃহস্পতিবার সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির উদ্যোগে শিশুদের চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে লাইব্রেরি মিলনায়তনের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুইশ শিক্ষার্থী অংশ নেয়।
প্রতিযোগিতা শুরুর আগে প্রতিযোগী, শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিল রহমান। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন লাইব্রেরির সহসভাপতি কবি ও লেখক সুখেন্দু সেন, কবি ইকবাল কাগজী, লাইব্রেরির দুই সহসাধারণ সম্পাদক সাংবাদিক দেওয়ান গিয়াস চৌধুরী ও শিশু সংগঠক মো. রাজু আহমেদ।
চিত্রাংকন প্রতিযোগিতায় ক গ্রুপে (প্রথম থেকে তৃতীয় শ্রেণি) প্রথম হয়েছে শীর্ষেন্দু চৌধুরী, দ্বিতীয় হয়েছে যৌথভাবে জান্নাত আরা আলী ও দেবলীনা তালুকদার, তৃতীয় হয়েছে সাদ বিন সাঈদ। চিত্রাংকন প্রতিযোগিতায় খ গ্রুপে (চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণি) প্রথম হয়েছে রুকনিন শাদীদ, দ্বিতীয় হয়েছে রক্তিম দত্ত ও অহন দাস, তৃতীয় হয়েছে পড়শী দাস লিখা ও অপত্য নারায়ণ ঋজু। কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় ক গ্রুপে (চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণি) প্রথম হয়েছে আফিফা হাসনাত তাসনিম, দ্বিতীয় পড়শী দাস লিখা, তৃতীয় রুকনিন শাদীদ। খ গ্রুপে (সপ্তম থেকে দশম শ্রেণি) যৌথভাবে প্রথম হয়েছে কাকলি দাস ও লাবাব নুসরাত, দ্বিতীয় হয়েছে সুরাইয়া জান্নাত, তৃতীয় হয়েছে নিশাত সালসা বিন জাহা। বিজয়ীদের ১৭ মার্চ শুক্রবার সন্ধ্যা ৭টায় জেল শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে। সুনামগঞ্জের জেলা প্রশাসক ও শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি সভাপতি দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।
- চলতি সেশনেই সুবিপ্রবিতে চার বিষয়ে ছাত্র ভর্তির উদ্যোগ/ জমি অধিগ্রহণ হচ্ছে ৭৫ একর
- স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় সুযোগ পেলেন সুনামগঞ্জের সুস্মিতা