বিশেষ প্রতিনিধি
স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের উপস্থিতিতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিরূপ সমালোচনা করে বক্তব্য দেওয়ায় এলাকাবাসী মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেছে। মধ্যনগর উপজেলার বংশিকু-া ইউনিয়নের বংশিকু-া বাজারে সোমবার এই মিছিল হয়। মিছিলে সহ¯্রাধিক ক্ষুব্ধ এলাকাবাসী উপস্থিত ছিলেন। মিছিলের ব্যনারে লিখা ছিল ‘বংশিকু-া ইউনিয়ন যুবলীগের সম্মেলনে বংশিকু-া ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত জননন্দিত চেয়ারম্যান রাসেল আহমদ এবং তার সহধর্মীনি নারী নেত্রী সাজেদা আহমদকে হেয় প্রতিপন্ন করে বক্তব্য দেবার প্রতিবাদে মৌন পদযাত্রা’।
এলাকাবাসী জানান, গত ছয় মার্চ মধ্যনগর উপজেলার বংশিকু-া ইউনিয়ন যুবলীগের সম্মেলনে স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে অন্যান্যের মধ্যে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ বিলকিসসহ অনেকেই বক্তব্য দেন।
বক্তব্য দেবার সময় আবুল হোসেন খানসহ অনেক বক্তাই স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেল আহমদকে ‘অযোগ্য’ আখ্যায়িত করে বিরূপ সমালোচনা করে বক্তব্য দেন। একই সঙ্গে ইউপি চেয়ারম্যানের স্ত্রী উপজেলা আওয়ামী লীগের সদস্য সাজেদা আহমদেরও কঠোর সমালোচনা করেন বক্তারা।
চেয়ারম্যান ও তার স্ত্রী’র সমালোচনা করে বক্তব্য দেবার প্রতিবাদে সোমবার মুখে কালো কাপড় বেঁধে এমন মিছিল বের করেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
ইউপি চেয়ারম্যান রাসেল আহমদের কাছে এই প্রসঙ্গে জানতে চাইলে বললেন, মুখে কালো কাপড় বেঁধে মিছিল এলাকার সাধারণ মানুষ বের করেছেন শুনেছি। আমার এবং আমার স্ত্রী’র বিরুদ্ধে মিথ্যা সমালোচনা করে বক্তব্য দেওয়া হয়েছে। এজন্য ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী মানববন্ধন করতে চেয়েছিলেন। মধ্যনগর থানার ওসি মানববন্ধন না করার জন্য ফোন দিয়ে অনুরোধ জানানোয় আমি এলাকাবাসী সেটি না করতে অনুরোধ করেছিলাম। পরে শুনেছি ক্ষুব্ধ মানুষজন মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল বের করেছেন।
তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান বললেন, বংশিকু-া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টাঙ্গুয়ার হাওরের নজরখালি বাঁধ না দেওয়া প্রসঙ্গে কোন ভূমিকা রাখেন নি। এজন্য আমি বলেছি, এমন ‘অযোগ্য’ মানুষকে ভোট দেন আপনারা, যে জনপ্রতিনিধি মানুষের কল্যাণে ভূমিকা রাখতে পারে না। অনেকেই তার সমালোচনা করে বক্তব্য দিয়েছেন। তার স্ত্রী’কে অনেকে জামায়াতের কর্মী বলেছেন।
স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বললেন, আমি বংশিকু-া ইউনিয়ন যুবলীগের সম্মেলনে উপস্থিত ছিলাম। আমি কারো সমালোচনা করে বক্তব্য দেই নি। মুখে কালো কাপড় বেঁধে মিছিলের বিষয়েও কিছুই আমি জানি না।
- খরায় বিবর্ণ ধানের চারা/ দুশ্চিন্তায় কৃষক, হাওরে দোয়া
- দিরাই-শাল্লার স্বপ্নের যোগাযোগ/ ৫২৫ কোটি টাকা ব্যয়ের সড়ক নির্মাণের কার্যাদেশ শীঘ্রই