স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও কয়লা আমদানিকারক চৌধুরী আর এইচ শাহীন ভারতের মেঘালয় রাজ্যের ডেপুটি মুখ্যমন্ত্রী স্নিয়াওভালাং ধারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার মন্ত্রীর সরকারি দপ্তরে তিনি এই সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা বাংলাদেশ-ভারতের কয়লা আমদানি-রপ্তানির বিষয়টি কিভাবে আরও এগিয়ে নেওয়া যায় তা নিয়ে মতবিনিময় করেন। শাহীন চৌধুরী পুরো বছর যাতে দুই দেশের কয়লা আমদানি-রপ্তানী চলমান থাকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ডেপুটি মুখ্যমন্ত্রীর প্রতি আহবান জানান। সৌজন্য সাক্ষাৎকালে মেঘালয়ের বিশিষ্ট কয়লা রপ্তানীকারক ক্যানসাই ঢকার উপস্থিত ছিলেন।
শাহীন চৌধুরী বলেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। ডেপুটি মুখ্যমন্ত্রীকে কয়লা আমদানি ও রপ্তানির কিছু বিষয়ে উদ্যোগ নেওয়ার আহবান জানিয়েছি। তিনি আশ্বাস দিয়েছেন বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখবেন।
- দিরাইয়ে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা পেল ৩৫শ’ হতদরিদ্র
- ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ এবং ‘বীরকন্যা প্রীতিলতা’ আসছে সুনামগঞ্জে