শান্তিগঞ্জ অফিস
সুনামগঞ্জ ষোলঘর কাজী অফিসের (অব.) নিকাহ ও তালাক রেজিস্ট্রার এন্ড কাজী হাফিজ মাওলানা কাজী মো. আব্দুল্লাহ (র.) এর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ২টায় ষোলঘর কাজী অফিসে মরহুমের বড় ছেলে নিকাহ ও তালাক রেজিস্ট্রার ও জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির যুগ্ম সম্পাদক মো. ফখর উদ্দীনের আয়োজনে দোয়া পরিচালনা করেন দ্বীনি সিনিয়র ফাযিল মডেল (ডিগ্রী) মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আবু তাহির মো. খালিদ।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির নির্বাহী সভাপতি কাজী মাওলানা শাহেদ আলী, সিলেট বিভাগীয় ম্যারিজ রেজস্টার সমিতির সহ সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা নিকাহ রেজিস্টারা সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা মো. জমিরুল ইসলাম মমতাজ, জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির অর্থ সম্পাদক কাজী মাওলানা তাহির আহমদ, কাজী মাওলানা ইছহাক মিয়া, কাজী মাওলানা তাজুল ইসলাম, কাজীর পয়েন্ট জামে মসজিদের খতিব মুফতি আব্দুল হক, হাফিজ সারওয়ার আহমদ, মাওলানা জামাল উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দীন, হারুন মিয়া, মাহবুব আলম, মহিবুর আলম শাওন সহ মুসুল্লিয়ানে কেরামগণ প্রমুখ। দোয়া মাহফিলে কাজী মো. আব্দুল্লাহ (র.) এর রুহের মাগফেরাত সহ সকল মুরদেগানদের জন্য মোনাজাত করা হয়।
- মুক্তি পেয়েও দেশে ফিরতে পারছে না তিন তরুণ
- কবিন্দ্র রঞ্জন দে