যুক্তরাজ্যের রচডেল বরা’র মেয়র সৈয়দ আলী আহমদকে সংবর্ধনা প্রদান

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর পশ্চিমপাড়ার কৃতি সন্তান যুক্তরাজ্যের রচডেল বরা’র মেয়র সৈয়দ আলী আহমদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সৈয়দপুর এলাকাবাসীর আয়োজনে সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসা প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সৈয়দপুর গ্রামের প্রবীণ মুরব্বী সৈয়দ মদচ্ছির আলীর সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যের রচডেল বরা’র মেয়র সৈয়দ আলী আহমদ।
সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাইদুল হকের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ ডক্টর সৈয়দ রেজওয়ান আহমদ।
সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হোসেন লালন, জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সিলেট জেলা পরিষদের সদস্য মাওলানা সৈয়দ মুছাদ্দিক আহমদ, কমার্স ব্যাংকের পরিচালক ফজলুর রহমান, যুক্তরাজ্য মিডল্যান্ড আওয়ামী লীগের সহ সভাপতি আকমল খান, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ ছালেহ আহমদ ছোট মিয়া, যুক্তরাজ্য কমিউনিটি নেতা সৈয়দ খালিদ মিয়া অলিদ, কমিউনিটি নেতা হাজি আব্দুল আহাদ।
অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ মুছাব্বির আহমদ, মাওলানা সৈয়দ ইমরান আহমদ, সৈয়দ তুহেল মিয়া, সাবেক ইউপি সদস্য সৈয়দ লিলু মিয়া, হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, ইউপি সদস্য সৈয়দ তানভীর মুরাদ, সৈয়দ হিলাল আহমদ, মাওলানা সৈয়দ মারজান ফেদাউর সহ আরো অনেকে। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ সৈয়দ মোফাজ্জল হোসেন।
সংবর্ধিত অতিথিকে গলায় ম্যাডেল দেন পড়িয়ে মাওলানা সৈয়দ ইমরান আহমদ। পরে সংবর্ধিত অতিথির হাতে এলাকাবাসী সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।