যুবকদের কৃষি কাজে যুক্ত হয়ে দেশের সমৃদ্ধি ও অগ্রগতিতে এগিয়ে আসতে হবে

ছাতক প্রতিনিধি
ছাতকে কৃষক মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশারফ হোসেন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে এক ইঞ্চি জমিও অনাবাদী রাখা যাবে না। প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়ন করতে আধুনিক প্রযুক্তি ও সার্বিক সহযোগিতা দিয়ে কৃষকদের সহায়তা করেছ সরকারী বিভিন্ন দপ্তর। সিলেট অঞ্চলে কৃষি উন্নয়নের জন্য ২ কোটি টাকা বরাদ্ধ দিয়েছে সরকার। যুকবদের কৃষি কাজে যুক্ত হয়ে দেশের সমৃদ্ধি ও অগ্রগতিতে এগিয়ে আসার আহবান জানান তিনি। সফল কৃষক সদরুল হকের ভুয়ষী প্রশংসা করে তিনি বলেন, ছাতকের নুরুল্লাপুর গ্রামে বিদেশী সবজী ক্যাপসিকাম উৎপাদন করে সফলতার স্মাক্ষর রেখেছে সদরুল। এ অঞ্চলের মাটি খুবই উর্বর। এ অঞ্চলের মাটিতে কৃষি বিপ্লব ঘটাতে আগ্রহ ও উদ্যোক্তা সৃষ্টি করেতে হবে। রোববার বিকেলে ছাতক উপজেলা কালারুকা ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামের মাঠে আধুনিক প্রযুক্তি সম্মত সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় স্থাপিত প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মকসুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বিমল চন্দ্র সোম, আধুনিক প্রযুক্তি সম্মত সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের পরিচালক রকিব উদ্দিন, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক হোসেন খান। বক্তব্য রাখেন, বাগইন গ্রামের শিক্ষিত ও সফল কৃষক হাদিউর রহমান, সফল কৃষক শাহজাহান আব্দুল্লাহ সবুর, ক্যাপসিকাম উৎপাদনে সফল কৃষক সদরুল হক প্রমূখ। সভাটি পরিচালনা করেন, ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব। সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী, সহকারী কমিশনার(ভুমি) ইসলাম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ইউপি চেয়ারম্যান অদুদ আলম, আবু বক্কর সিদ্দীকসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশারফ হোসেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মকসুদ চৌধুরী সহ অতিথিবৃন্দ ক্যাপসিকাম বাগান পরিদর্শন করেন।