রঙ্গালয় সুনামগঞ্জ থিয়েটারের ৩ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু হচ্ছে আজ

স্টাফ রিপোর্টার
৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে রঙ্গালয় সুনামগঞ্জ থিয়েটার। আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে উৎসবের উদ্বোধন হবে। থাকছে নাটক, কবিতা, নৃত্য এবং স্থানীয় ও দেশ বরেণ্য শিল্পীদের গান।
আজ সুফি সুফিয়ানের রচনা ও আব্দুল্লাহ আশরাফ নির্দেশনায় রঙ্গালয় সুনামগঞ্জ থিয়েটার পরিবেশন করবে নাটক ‘ব্যাঙ’।
বিভিন্ন পরিবেশনা নিয়ে থাকছে বন্ধন থিয়েটার, লোকদল শিল্পীগোষ্ঠী ও লোকজ সংগীত বিদ্যালয়, স্পন্দন শিশু সংগঠন ও সাংস্কৃতিক সংস্থা, শতদল শিল্পীগোষ্ঠী, স্বপ্নাদর্শ। গান পরিবেশন করবেন চ্যানেল আই সেরা কণ্ঠের মোহন রায়।
অনুষ্ঠান উপভোগ করতে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও রঙ্গালয় সুনামগঞ্জ থিয়েটারের উপদেষ্টা অ্যাড. শামছুল আবেদীন ও সংগঠনের সভাপতি মোশাহিদ আলম মহিম তালুকদার।