রতারগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজে নবীন বরণ

স্টাফ রিপোর্টার
বিশ্বম্ভরপুর উপজেলার রতারগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ এমপি। সলুকাবাদ ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মো. নুরে আলম সিদ্দিক তপনের সভাপতিত্বে ও রতারগাও উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক আব্দুল কদ্দুছ ও শাহজালাল সুমন’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিউর রাহিম জাদিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুর রহমান মাস্টার, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বেনজির আহমদ মানিক, বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. আব্দুল কাদির, জেলা পরিষদের সদস্য মো. হোসেন আলী, রতারগাও উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মুহসীন আহমদ ইয়াসিন, ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মো.মিলন মিয়া,সাবেক ইউপি চেয়ারম্যান মো. এরশাদ আহমদ প্রমুখ।