স্টাফ রিপোর্টার
রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। শনিবার বিকাল ৫টায় বুলবুল সংগীত নিকেতনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি হাসন রাজা মিলনায়তনে এই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল। বুলবুল সংগীত নিকেতনের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক প্রীতিভূষন চক্রবর্তী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগীত শিল্পী অ্যাড. প্রসেনজিৎ দে। অনুষ্ঠান সঞ্চালনা করেন নিহারিকা রায়।
অনুষ্ঠানে অভ্রজিৎ চক্রবর্তী, রেজিয়া হক চৌধুরী আরোহী, পারমিতা দাস পুজা, পারমিতা শর্মা পৌষি, অরুন্ধুতী চৌধুরী, সম্প্রীতি চক্রবর্তী, দিব্য জ্যোতি সিংহ, সপ্তম দিব্য মজুমদার, অর্চি দে, অনুসুয়া চক্রবর্তী, ঐশি চক্রবর্তী, শায়নী দাশ উপমা, স্বস্তিকা দাস বৃষ্টি, রাজশ্রীপাল সৃষ্টি, সৌমিতা গোস্বামী নোহা, রিপ্র রায়, পুষ্পিতা চক্রবর্তী, স্বাগতা মজুমদার, দেবার্ঘ্য সিংহ, প্রেরণা তালুকদার, অভিরুপা চক্রবর্তী, অন্তরলীনা চৌধুরী তিথি, অন্বেষা চক্রবর্তী, অন্নপূর্ণা দে, নিহারিকা রায়, সুস্মিতা চক্রবর্তী, শুভশ্রী চন্দ, শ্রেয়শী দাস, তিতাস চক্রবর্তী, মাধবী চক্রবর্তী, প্রিয়জিৎ চক্রবর্তী, অভিজিৎ তালুকদার জিৎ, অরিত্র দাস, রাজ তালুকদার, অষ্ঠমী তালুকদার সূচী, অর্পণ তালুকদার অভি, প্রিয়া রানী পাল প্রমুখ শিল্পীরা রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের গান পরিবেশন করেন।
রবীন্দ্র-নজরুল জয়ন্তীর অনুষ্ঠানে বুলবুল সংগীত নিকেতনের সদস্যরা এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
- জামালগঞ্জে ২০ কেজি গাঁজাসহ আটক ২
- কোমল পানীয়তে কীটনাশক মেশানের অভিযোগ/ পান করে অসুস্থ এক শিশু