জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে রাজাপুর সেবা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ (১৪৭/২০২২ সুনাম)—এর কার্যক্রম উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে বেহেলী ইউনিয়নের রাজাপুর গ্রামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সেবা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি গকুল চন্দ্র তালুকদার। সমিতির সহ সভাপতি প্রদীপ কুমার তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার।
শিশু শিক্ষার্থী ঝিনুক রানী তালুকদারের গীতা পাঠে সূচিত সভায় স্বাগত বক্তব্য দেন রাজাপুর সেবা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ—এর সাধারণ সম্পাদক কাজল তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য দেন ডা. শৈলেন্দ্র পুরকায়স্থ, অবসরপ্রাপ্ত প্রাইমারি শিক্ষক মনীন্দ্র তালুকদার, বেহেলী ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি সুবোধ তালুকদার, রহিমাপুর—গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শীলা রানী তালুকদার। এছাড়া মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সাংবাদিক বিশ্বজিত রায়, সাবেক ইউপি সদস্য জয়কিশোর দাস, অরবিন্দু দাশ, বেহেলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিশন তালুকদার, ম্যাট লাইফ ইন্সু্যরেন্স কর্মী সুরঞ্জিত তালুকদার, গীতা রানী তালুকদার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সুভাষ দাস, রাজাপুর গ্রামের প্রবীণ ব্যক্তিত্ব গোপাল তালুকদার, রাজাপুর—শলাচুরা—চিনামারা কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি ননী গোপাল তালুকদার, চিনামারা লাল গোলাপ মহিলা সমিতির সভানেত্রী জ্যোস্না রানী সামন্ত, স্বপন দাস, রামেন্দু তালুকদার দেবল, জ্যোতিষ দাস, হরেকৃষ্ণ দাস প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দকে শুভেচ্ছা স্মারক সম্বলিত ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় লিপি রানী দাসকে ২০ হাজার টাকা, মঞ্জু রানী দাসকে ২০ হাজার টাকা এবং সুমিত্রা রানী দাসকে ১৫ হাজার টাকা ঋণদানের মাধ্যমে সমিতির কার্যক্রম উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
সভায় বক্তারা সেবা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির লক্ষ্য, উদ্দেশ্য ও আগামী কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
- দেওয়ান ওবায়দুর রেজা চৌধুরীর ৪০তম মৃত্যুবার্ষিকী আজ
- শান্তিগঞ্জে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালন