রাষ্ট্রপতির কার্যালয়ের যুগ্মসচিব হলেন আতাউল গণি

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের কৃতী সরকারী কর্মকর্তা বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক ড. মো. আতাউল গণিকে রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগের যুগ্মসচিব করা হয়েছে। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মেহেদী হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁর এই নিয়োগের কথা উল্লেখ করা হয়।
এর আগে ড. গণি মেহেরপুর ও টাঙ্গাইলের জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছেন।
জেলার বিশ্বম্ভরপুর উপজেলার হালাবাদি গ্রামের বাসিন্দা প্রয়াত মুসলেম উদ্দিন ও হাজেরা খাতুনের দ্বিতীয় পুত্র ড. মো আতাউল গণি।
ড. গণি ১৮ তম বিসিএসএ শিক্ষা ক্যাডারে সরকারি চাকুরিতে যোগদান করে সুনামগঞ্জ সরকারি কলেজেও অধ্যাপনা করেছেন। পরে ২১ তম বিসিএসএ উত্তীর্ণ হয়ে তিনি প্রশাসন ক্যাডারে যোগদান করেন।