র‌্যাব যেভাবে প্রস্তুত তাতে পূজায় সমস্যা হবে না’

‘সু.খবর ডেস্ক
সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব দুর্গাপূজার মন্ডপগুলোতে র‌্যাবের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। তিনি বলেন, সব মন্ডপে আমাদের কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পাশাপাশি র‌্যাবের গোয়েন্দারাও সেখানে থাকবে।
শনিবার সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পঅর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‌্যাবের নবনিযুক্ত ডিজি এ কথা বলেন।
র‌্যাব ডিজি বলেন, গতবছর পুলিশ সদরদপ্তরে ডিআইজি (অপারেশন) হিসেবে কাজ করেছি। মূলত গুজব বা যেকোনো নাশকতা ঠেকানোর অভিজ্ঞতা আমার আছে। অতীতে আমরা পূজা মন্ডপে স্টাইকিং হিসেবে আনসার রাখতাম। গতবছর এটা করা হয়েছিল না; আনসারদের মোবাইল পেট্রোল হিসেবে রাখা হয়েছিল। এবার প্রতিটি পূজামন্ডপে শ্রেণিভেদে অর্থাৎ গুরুত্ব অনুযায়ী চারজন, ছয়জন এবং সাতজন আনসার স্টাইকিং থাকছে। এরইমধ্যে র‌্যাবের পক্ষ থেকে যথযথ নিরাপত্তা গ্রহণ করা হয়েছে।’
বর্তমানে সাইবার সমস্যা প্রধান সমস্যা উল্লেখ করে র‌্যাব ডিজি এম খুরশীদ হোসেন বলেন, ‘আমরা সাইবার পেট্রোলিং করছি। অনেকে সোস্যাল মিডিয়ায় বিভিন্নভাবে মন্তব্য করেন। যেটা উস্কানি। কিছু দুষ্টুলোক আছে তারা উস্কানি দেবার চেষ্টা করবে। আমাদের বুঝতে হবে, দেশ আমাদের, সমাজ আমাদের। মাননীয় প্রধানমন্ত্রী বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার।’ আমরা সবাই নির্বিশেষে উৎসব পালন করব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস রাখি আমার র‌্যাব ফোর্সেস যেভাবে তৈরি আছে তাতে পূজায় কোনো সমস্যা হবে না। সমস্ত মন্ডপে আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। গোয়েন্দারাও আছে।’
সূত্র : ঢাকাটাইমস