লন্ডন প্রতিনিধি
লন্ডন সফররত খ্যাতিমান লেখক গবেষক ও বাসিয়া প্রকাশনীর সত্বাধিকারী মোহাম্মদ নওয়াব আলীকে সংবর্ধনা দিয়েছে আইটিএল গ্রীণ সিলেট। গেল ৪টা ফেব্রুয়ারি রাতে পূর্ব লন্ডনের একটি কমিউনিটি সেন্টারে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
মুফতি আব্দুল অদুদ লতিফির সভাপতিত্বে ও সংগঠনের অন্যতম কর্ণধার বিশিষ্ট কমিউনিটি সংগঠক জাফর ছাদিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক শাহনুর খান। সংবর্ধনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওত করেন মাওলানা হাবিব রব।
বক্তব্য রাখেন কবি মোসাইদ খান, ফারুক আহমদ, আনা মিয়া, মেয়ার বক্স এ.এ.রব ও জসিম উদ্দিন প্রমুখ।
গবেষক নওয়াব আলী বলেন, আইটিএল গ্রীণ সিলেট একটি কল্যাণমূলক সংগঠন। লন্ডন এবং বৃহত্তর সিলেটেও সংগঠনটি তাদের মানব কল্যাণমূলক কর্মকা- চালিয়ে যাচ্ছে যা সত্যিই প্রশংসার দাবি রাখে।
- তাহিরপুর উপজেলা ছাত্র কল্যাণ পরিষদের কমিটি গঠন
- শীতবস্ত্র বিতরণ