স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলা স্কাউটস’র আয়োজনে স্কাউটস আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল (বিপি)’র ১৬৬তম জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে সদর উপজেলা স্কাউটস ভবনে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা স্কাউটস’র যুগ্ম—সম্পাদক মো. বুরহান উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. অলি উল্লাহ, সদর উপজেলা স্কাউটস’র সহ—সভাপতি সুজিত কুমার দেব, নমিতা রানী সরকার, সহকারী কমিশনার আতাউর রহমান, প্রদ্যুৎ রঞ্জন দাশ, সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার ফেরদৌস, এ.এল.টি সদস্য কানন বন্ধু রায়, কোষাধ্যক্ষ আবুল কাশেম আজাদ, কাব লিডার মোহাম্মদ হাবিবুর রহমান, সুস্মীতা ভট্রাচার্য, মোছ্ছামদ তামান্না আাক্তার, কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপ’র সদস্য ইজাজুল হক রবিন, তৌহিদুর রহমান রুহিত প্রমুখ। আলোচনা সভার পর কেক কেটে জন্মদিন উদযাপন করেন অতিথিরা। পরে একটি র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেল রোডস্থ সদর উপজেলা স্কাউটস ভবনে গিয়ে শেষ হয়।
- শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব’র আবিভার্ব তিথি/শিক্ষা উপকরণ ও শাড়ি বিতরণ
- তাহিরপুরে আওয়ামী লীগ সভাপতি-সম্পাদক কে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল