শান্তিগঞ্জ অফিস
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার, জনবান্ধব সরকার। আমরা যারা ক্ষমতায় আছি, লিডারগিরি করার জন্য জনপ্রতিনিধি হইনি। দেশের জনগণের কাজ করার জন্য জনপ্রতিনিধি হয়েছি। আমাদেরকে কাজ করতে হবে। বর্তমানে দেশের অবস্থা অনেক ভালো আছে, সামনে আরও ভালো হবে। তাই আমাদেরকে বেশী বেশী করে কাজ করতে হবে। শুধু সহায়তার অপেক্ষা করলে নিজেদের সংসার চলবে না। তিনি বলেন, যতটুকু সম্ভব আমরা বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সহযোগিতা দিচ্ছি। ভবিষ্যতে আরও দেয়া হবে।
শনিবার বেলা ১১টায় শান্তিগঞ্জ উপজেলাস্থ পরিকল্পনামন্ত্রীর হিজল বাড়ির আরফান আলী বৈঠকখানায় নরওয়েজিয়ান মিনিস্ট্রি অফ ফরেন এ্যাফেয়ার্স’র আর্থিক সহযোগিতায় ও উত্তরণ’র বাস্তবায়নে শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও, পশ্চিম বীরগাঁও, জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ, চিলাউড়া হলদিপুর, ছাতক উপজেলার চরমহল্লাহ, উত্তর খুরমা, দোয়ারাবাজার উপজেলার সুরমা, লক্ষীপুর সহ প্রত্যেক ইউনিয়নের ৫ হাজার পরিবারের মাঝে মোবাইল ব্যাংকিং নগদের মাধ্যমে ৪ হাজার ৫ শত টাকা, আশ্রয় পুনর্বাসন সহায়তার মাধ্যমে ১ হাজার পরিবারের মাঝে ৮ হাজার ২৫০ টাকা ও রাস্তা অবকাঠামো পুনবাসন সহায়তার মাধ্যমে ১ হাজার পরিবারের মাঝে ৪ হাজার ৫০০ টাকা করে বন্যায় ক্ষতিগ্রস্তদেরকে আর্থিক সহায়তা বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, সহকারি কমিশনার (ভূমি) সকিনা আক্তার, শান্তিগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুর হোসেন, উত্তরণ সংস্থার প্রকল্প সমন্বয়কারী মো. নিজামুল ইসলাম, প্রজেক্ট অফিসার বিলকিস খাতুন ও ফিল্ড ফ্যাসিলেটেটর মহুয়া দেবনাথ, আল আমিন, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম প্রমুখ।
এদিকে শনিবার দুপুরে জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জেলা মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। আমাদের দেশে সকল মানুষের কল্যাণে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার তৃণমূল পর্যায়ে উন্নয়নের কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি সুনামগঞ্জ জেলা সভাপতি, লেখক ও গবেষক অধ্যক্ষ মাও. মোহাম্মদ মঈনুল ইসলাম পারভেজ পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন, এটা সংগঠনের অনেক বড় সুনাম, আমাদের সকলের সম্মান। পিএইচডি ডিগ্রী অর্জন করা খুব কঠিন বিষয়। তিনি অধ্যক্ষ মাও. মোহাম্মদ মঈনুল ইসলাম পারভেজকে অভিনন্দন জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা কমিটির নির্বাহী সভাপতি কাজী মাওলানা শাহেদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মাওলানা আব্দুস সামাদ ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কাজী মাওলানা মো. জমিরুল ইসলাম মমতাজের যৌথ পরিচালনায় কোর-আন তেলাওয়াত করেন জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক কাজী মাওলান আব্দুল মুকিত। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ দ্বীনি সিনিয়র ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলীনুর, সিলেট বিভাগীয় ম্যারিজ রেজিস্ট্রার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি কাজী মাওলানা মো. জলিল, বিভাগীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী মাওলানা আব্দুল মান্নান, সহ সাধারণ সম্পাদক ও সিলেট কাজী কল্যাণ সমিতির সহ সভাপতি কাজী মাওলানা জয়নুল ইসলাম মুনিম, সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক কাজী মাওলানা আব্দুল জলিল খান, অর্থ সম্পাদক কাজী মাওলানা খলিলুর রহমান, সিলেট কাজী কল্যাণ সমিতির সহ সভাপতি কাজী মাওলানা আহমদ শিবলী, জেলা কমিটির উপদেষ্টা কাজী মাওলানা আ,ন,ম, শরফুল বাশার, সহ সভাপতি কাজী মাওলানা সালেহ আহমদ, কাজী মাওলানা তাজুল ইসলাম আলফাজ, প্রচার সম্পাদক কাজী আবুনুর মো. নুরুল আজিজ চৌধুরী, মেরুয়াখলা ডিগ্রী মাদ্রাসার প্রভাষক কাজী আমিন আহমিম, জেলা কমিটির উপদেষ্টা ও শান্তিগঞ্জ কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা আইয়ূব আলী, জেলা আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা আব্দুল মুকিত।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দিরাই কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী মাওলানা ফিরোজ আলী, তাহিরপুর উপজেলা কাজী সমিতির সভাপতি সৈয়দ আহমদ, ধর্মশা উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা মখলিছুর রহমান আমীন, দোয়ারাবাজার উপজেলার সাধারণ সম্পাদক কাজী মাওলানা আব্দুল কাদির, শাল্লা উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা আজিজুর রহমান, সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের কাজী মাওলানা হাবিবুর রহমান, পৌর সভার কাজী মাওলানা ফাইজুল করীম সহ প্রমুখ। অনুষ্ঠান শেষে পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নানকে ক্রেস্ট প্রদান করেন অতিথিরা।
এরপর পিএইচডি ডিগ্রি অর্জনকারী বিশিষ্ট লেখক ও গবেষক ড. অধ্যক্ষ কাজী মাওলানা মইনুল ইসলাম পারভেজ ও এনটিভি ইউরোপ’র শান্তিগঞ্জ উপজেলা প্রতিনিধি হওয়ায় কাজী মো. জমিরুল ইসলাম মমতাজকে ক্রেস্ট প্রদান করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। পরে অন্যান্য অতিথিবৃন্দকে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পেশ করেন জেলা কমিটির নির্বাহী সভাপতি কাজী মাওলানা মো. শাহেদ আলী।
- শারদীয় দুর্গোৎসব/ সাত্ত্বিক ভাব বজায় রাখার পাশাপশি বাহুল্য বর্জন করা হোক
- শাল্লায় প্রকল্পের অর্থ লোপাটের অভিযোগ, তদন্তের নির্দেশ