স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলা হিসাবরক্ষণ অফিসের সংরক্ষিত বোল্ট কক্ষের পুরাতন লোহার লোহার গ্রিল ভাঙারি ব্যবসায়ীর নিকট বিক্রির অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন উপজেলা হিসাবরক্ষণ অফিস ও উপজেলা সমাজসেবা অফিসের করিডোরে গ্রিল কাটার আওয়াজ উপজেলা নির্বাহী অফিসের নাজির এর নজরে এলে তিনি ঘটনাস্থলে গিয়ে বাধা নিষেধ করেন এবং বিক্রি করা যাবে না বলে জানিয়ে দেন।
উপজেলার বাদাঘাট বাজারের ভাঙারী ব্যবসায়ী সাজু মিয়া বলেন, তিনি ৪০ টাকা কেজি দরে লোহার গ্রিলগুলো ক্রয় করেছিলেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসের নাজির আব্দুর রাকিব পাঠান বলেন, তিনি ভাঙারী ব্যবসায়ীকে লোহার লোহার গ্রিল কার নিকট থেকে কিনছেন এমন প্রশ্ন করলে ভাঙারী ব্যবসায়ী সাজু মিয়া তাকে জানান তিনি হিসাবরক্ষণ অফিসে কর্মরত ইয়াহিয়া নামে এক ব্যক্তির নিকট থেকে ক্রয় করেছেন।
তাহিরপুর উপজেলা হিসাবরক্ষণ অফিসার মো. শাহ আলম বলেন, তিনি মঙ্গলবার দুপুরে এসে যোগদান করেই শুনতে পান হিসাবরক্ষণ অফিসের সংরক্ষিত বোল্ট কক্ষের পুরাতন লোহার লোহার গ্রিলগুলো ভাঙারি ব্যবসায়ীর নিকট বিক্রির করা হচ্ছে। পরে তিনি বিক্রির কার্যক্রম বন্ধ রেখেছেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা বলেন, এরকম একটি অভিযোগ শোনার পর তিনি নাজিরকে পাঠিয়ে বিক্রি কার্যক্রম বন্ধ রেখেছেন।
- স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবক গ্রেপ্তার
- দারিদ্র্যতাকে জয় করে সাফল্য