শান্তিগঞ্জে অনুদান বিতরণ

শান্তিগঞ্জ অফিস
প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় শান্তিগঞ্জে ৪৬ জন উপকারভোগীর মাঝে অনুদান বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় শান্তিগঞ্জে পরিকল্পনামন্ত্রীর হিজল বাড়ির আরফান আলী বৈঠকখানায় এই অনুদান বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৮ লক্ষ ২৮ হাজার টাকার অনুদান বিতরণ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।
অনুদান বিতরণের সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. এহসান শাহ, জেলা প্রকৌশলী (এলজিইডি) মাহবুব আলম, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.আনোয়ার উজ জামান, জেলা পরিষদের সদস্য মনিরুজ্জামান সুজন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা প্রমুখ।