শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জে সহায়তা ইউকের উদ্যোগে তৃতীয় বার্ষিক অনলাইন কবিতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দরগাপাশা ইউনিয়নের নবীন প্রবীণ শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় উপজেলার দরগাপাশা ইউনিয়নের হলরুমে আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সহায়তা ইউকের সদস্য দরগাপাশা ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মশিউর রহমান রাজার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দরগাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, পাগলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন, শফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাব্বির আহমদ চৌধুরী, আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান, আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি পল্লী চিকিৎক এএলজি জামান চৌধুরী, দরগাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফারুক আহমদ চৌধুরী, বিশিষ্ট ব্যক্তি সহায়তা ইউকে দরগাপাশা কমিটির সম্মানিত ট্রাষ্টি মোশতাক আহমদ চৌধুরী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সহায়তা ট্রাষ্টি মুরাদ হোসেন চৌধুরী, স্থানীয় সমাজসেবক মোস্তাকিম চৌধুরী, সমাজসেবক হুছবান আহমদ চৌধুরী, মোহাম্মদ আলী চৌধুরী।
সহযোগিতায় ছিলেন সহায়তা’র স্থানীয় সেচ্ছাসেবক ইমন চৌধুরী, হাফিজ মাওলানা কামরুল ইসলাম চৌধুরী, তোফায়েল আহমেদ, সাদ্দাম আহমদ চৌধুরী, ওবাদুল করিম মাছুম, আবু তালেব, শামসুল কবির, মিজান আহমদ, রেজাউল হক, মিশু চৌধুরী, শাহ হোসেন আহমদ, মোঃ সুয়েব আহমদ, শাহাজাহান চৌধুরী, সৈয়দ মামুন আলী, সৈয়দ মাসুদ আলী, জামাল খান প্রমুখ।
আলোচনা সভা শেষে অনলাইন কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ২৯ জনকে সম্মাননা স্মারক এবং চূরান্ত পর্যায়ে বিজয়ী ৩ জনকে যথাক্রমে ১ম পুরস্কার ৫ হাজার টাকা, ২য় পুরস্কার ৩ হাজার টাকা এবং ৩য় পুরস্কার ১ হাজার টাকা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এছাড়া সহায়তা ইউকের পক্ষ থেকে দরগাপাশা ইউনিয়নের নবীন প্রবীণ ১৮ জন শিক্ষককে সম্মাননা, দুইজন স্পন্সর মুস্তাকিন চৌধুরী, যুক্তরাষ্ট্র প্রবাসী আনোয়ার হোসেন এবং প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।