শান্তিগঞ্জে কর্মশালা

শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জে লেট আস লার্ন প্রজেক্ট বিষয়ে সরকারি কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী শান্তিগঞ্জের ইউআরসি হলরুমে জাগরণী চক্র ফাউন্ডেশনের আয়োজনে এবং ইউনিসেফের অর্থায়নে কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এএসএম আব্দুর রহমান।
জাগরণী চক্র ফাউন্ডেশনের শান্তিগঞ্জ উপজেলার সিফরডি কো—অর্ডিনেটর মো. বদরুল আলমের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন লেট আস লার্ন প্রকল্পের প্রকল্প পরিচালক হিমাদ্রি প্রসাদ মিস্ত্রি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খাঁন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল বারেক। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সালেহ আহমদ, সূধা রঞ্জন মজুমদার, মাহমুদা চৌধুরী, রেবা রানী পাল।
এ সময় উপস্থিত ছিলেন জাগরণী চক্র ফাউন্ডেশনের শান্তিগঞ্জ উপজেলার এডমিন এন্ড ফাইন্যান্স ম্যানেজার পার্থ পন্ডিত, উপজেলা কো—অর্ডিনেটর মো. শহিদুর রহমান, রিপোর্টিং অফিসার মো. ইকরামুল হাসান রাজু, মনিটরিং অফিসার মো. আনারুল ইসলাম, টেকনিক্যাল অফিসার সুবর্ণা আক্তার, প্রোগ্রাম অর্গেনাইজার নাছিমা খাতুন সহ উপজেলার ৯৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
উপজেলায় প্রাক প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে শিশু শিক্ষার্থী ও ঝড়ে পড়া শিক্ষার্থীদেরকে বিদ্যালয় মুখী করতে যে সকল কাজ করা হচ্ছে তা ভিডিও চিত্রের মাধ্যমে প্রদর্শন করা হয়।