শান্তিগঞ্জে কোরআনে খতম ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জ অফিস
সমাজসেবী সৈয়দ আহমদ এর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের উজানীগাঁও নিজ বাড়িতে পরিবারের পক্ষ থেকে কোর-আনে খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে কোরআনে খতম, জুম’আর নামাজে দোয়া ও বাদ আছর নিজ বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সাংগঠনিক সম্পাদক ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মাওলানা মো. জমিরুল ইসলাম মমতাজ, উজানীগাঁও জামে মসজিদের খতিব ও ইমাম হাফিজ মাওলানা রশিদ আহমদ, বাষ্টেন্ড মসজিদের ইমাম হাফিজ ইমরান আহমদ, মাঝমাপাড়া মসজিদের ইমাম ক্বারী আব্দুস শহীদ, প্রবীন মুরুব্বী ওলিউল কাইয়ূম সিতারা, শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির অর্থ সম্পাদক হাফিজ আব্দুর রশীদ, মৃতের জামাতা মো. শহীদুল ইসলাম, মৌলভী শফিক উদ্দীন, মুরুব্বী আজম আলী, কে এম এম হাসান, কে এ এম মারজান সহ মুসল্লীয়ানে কেরাম প্রমুখ। সৈয়দ আহমদ সহ সকল মুরদেগানের রূহের মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন হাফিজ আব্দুর রশীদ।