শান্তিগঞ্জে প্রতি ইউনিয়নে বিএনপির পদযাত্রা

শান্তিগঞ্জ প্রতিনিধি
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি, বিদ্যুত, গ্যাস ও এলপিজি গ্যাসের দাম কমানোসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষে শান্তিগঞ্জ উপজেলার ৮ ইউনিয়নে পদযাত্রা কর্মসূচি পালন করেছে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন।
কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বেলা ১১টায় উপজেলার পশ্চিম পাগলা, পূর্ব পাগলা, দরগাপাশা, পূর্ব বীরগাঁও, পশ্চিম বীরগাঁও, পাথারিয়া, জয়কলস ও শিমুলবাক ইউনিয়নে পৃথকভাবে কর্মসূচি পালিত হয়।
পশ্চিম পাগলা ইউনিয়ের পাগলা বাজার এলাকায় কর্মসূচি পালন করেন ইউনিয়নের নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি আনছার উদ্দিন, উপজেলা বিএনপি নেতা আউয়াল উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, তফজ্জুল হোসেন, বিএনপি নেতা নূরুল ইসলাম, আবদুল লতিফ, শহিবুর রহমান, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান মেম্বার, বিএনপি নেতা হাজি কমরু মিয়া, কমর উদ্দিন, আবদুস সোবহান, তাইদুল ইসলাম, মো. কিবরিয়া, মর্তুজ আলী, শ্রমিক দল নেতা আরিফ মিয়া, জুবেল মিয়া, জামাল মিয়া, উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম-আহবায়ক রনজিত সূত্রধর, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক আবদুল মজিদ, সদস্য মাছুম আহমদ, শহিদুল ইসলাম মুন্সি, আলতা হোসেন, মুজিবুর রহমান, সাবিত মিয়া, পশ্চিম পাগলা ইউপি যুবদলের সভাপতি শাহিদ মিয়া,সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ, রিপন আহমদ, শাহ আলম, বিরাম উদ্দিন, তানিম আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরমান উদ্দিন, সিনিয়র যুগ্ম-আহবায়ক কামাল পারভেজ সাজন, মামুনুর রশিদ মামুন, নাছির আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহাদাত হোসেন কামরান, ছাত্রদল নেতা মানছুর আহমেদ, ওয়াকিবুর রহমান রনি, তারাদুল হক রাসেল, হাসান আহমদ, ইমরান হোসেন, আশরাফ আলী, সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের সভাপতি জাহিদুল ইসলাম, উপজেলা প্রজন্ম দলের প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক সাইফুল রহমান, পশ্চিম পাগলা ইউনিয়ন প্রজন্ম দলের সভাপতি মিজানুর রহমান ও সহ-সভাপতি সফর আলী।
পূর্ব পাগলা ইউনিয়নে বেলা ১১টায় পঞ্চগ্রাম পয়েন্ট থেকে পদযাত্রা শুরু করেন দলটির নেতাকর্মীরা। পদযাত্রাটি সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে দামোধরতপী বাজারের মূল পয়েন্টে এসে শেষ। এখানেই সভা করেন তারা। সভায় সভাপতিত্ব করেন পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির সভাপতি ইরান উদ্দিন। সাধারণ সম্পাদক ও প্রাক্তন মেম্বার আবদাল মিয়ার পরিচালনায় সংক্ষিপ্ত পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি লুৎফুর রহমান। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন প্রজন্ম দলের কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি এবাদুর রহমান, জেলা বিএনপির সদস্য জুয়েল রানা, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম নাঈম, সুনামগঞ্জ জেলা কৃষক দলের সদস্য ফারুক মিয়া, উপজেলা বিএনপি নেতা এড. আতাউর রহমান, জেলা যুবদলের সদস্য তুরন খাঁন ও শান্তিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জসিম বক্স। উপস্থিত ছিলেন পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপি নেতা বদিরুল ইসলাম, নূর উদ্দিন, আছকির উদ্দিন, আবদুল বারী মেম্বার, মুজিবুর রহমান, জাহাঙ্গীর আলম সুমন, শফিক মিয়া, সোহেল মিয়া, আস্রব আলী, নিয়াজুল ইসলাম, রোখন উদ্দিন, জলিল মিয়া, জিয়াউর রহমান, উপজেলা যুবদল নেতা খালেদ আহমদ, শাবুল মিয়া, শিবুল মিয়া, আবদুল আজিজ, দিলোয়ার মিয়া, কাজি তুহিন, পূর্ব পাগলা ইউনিয়ন যুবদলের সভাপতি নূরুল আমিন, সিনিয়র সহ-সভাপতি কবির আহমদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ইউপি যুবদল নেতা আম্বর আলী, আলী হোসেন, রশিদ মিয়া, মোজাক্কির মিয়া, শফিক মিয়া, দুলাল মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা রুবেল মিয়া, মনির মিয়া, এশাদ মিয়া, ইউনিয়ন ছাত্রদল নেতা শাকিব খাঁন, জাহিদুর রহমান, সৌরভ আহমদ, সিপু মিয়া ও নবীজুর রহমান প্রমুখ।