শান্তিগঞ্জে বিএনপি’র প্রচারণা

শান্তিগঞ্জ অফিস
সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে শান্তিগঞ্জে প্রচারণা ও লিফলেট বিতরণ করেছে উপজেলা বিএনপি। শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদের নেতৃত্বে সোমবার বেলা ১১টা থেকে উপজেলার পশ্চিম পাগলা ও জয়কলস ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে এই প্রচারণা চালানো হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ—সভাপতি ইলিয়াস মিয়া, সাধারণ সম্পাদক আমিনুর রশিদ আমিন, যুগ্ম—সাধারণ সম্পাদক তকজ্জুল হোসেন, ছালেহ আহমেদ মেম্বার, জিয়াউর রহমান, সহ—সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন, সহ— ক্রীড়া সম্পাদক শাহআলম, পাথারিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ফখর উদ্দিন কনুশাহ, জয়কলস ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ—সভাপতি নুর ইসলাম, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মাস্টার শফিকুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা, নুর ইসলাম, মুজিবুর রহমান, আসকির আলী, তৈয়ব আলী, কৃষক দল নেতা আলী আহমেদ, যুবদল নেতা হুমায়ুন কবির, আঙ্গুর মিয়া, তদরিছ আলী, জমির উদ্দিন, ছাত্রদল নেতা মানসুর আহমেদ, হৃদয় আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ইয়াহিয়া পারভেজ, জেলা প্রজন্ম দলের সভাপতি জাহিদুল ইসলাম, সহ—সাংগঠনিক সম্পাদক শব্দেনূর আহমেদ সাগর, শান্তিগঞ্জ উপজেলা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক হেলাল আহমেদ প্রমুখ।