শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামের সামনে নাইন্দা নদীর উপর নির্মিত ব্রীজের এপ্রোচে ব্লক স্থাপনে অনিয়ম দুর্নীতির খবর পাওয়া গেছে।
২০২২ সালে ৬৮ লক্ষ টাকা ব্যয়ে এলজিইডির বাস্তবায়নে সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক সড়ক থেকে আস্তমা গ্রাম পর্যন্ত সড়কে মাটি ভরাট ও ব্লক স্থাপনের কাজ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান শাহজালাল কন্সট্রাকশন। কাজ পাওয়ার পর সড়কের দুই পাশে মাটি ভরাটের কাজ করার পর কিছু জায়গায় ব্লক লাগানোর কাজটি অসম্পূর্ণ রেখে দেয় ঠিকাদারী প্রতিষ্ঠান। অনেক টালবাহনার পর কয়েকদিন আগে ব্লকের নিচে বালু ফিলিং ও কার্পেট লাগানোর কথা থাকলেও বালু ফিলিং এবং কার্পেট না দিয়েই শুধু মাটির উপরে ব্লক স্থাপনের কাজ শুরু করে ঠিকাদারদের লোকজন। এতে করে সামান্য বৃষ্টি অথবা পানি আসলে ব্লকগুলো ধসে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান আস্তমা গ্রামের অনেকেই।
আস্তমা গ্রামের তাজনুর জানান, ঠিকাদারের লোকজন নিম্নমানের বালু পাথর দিয়ে ব্লক বানিয়েছে, যা লাগানোর আগেই ভেঙে যাচ্ছে। ব্লকের নিচে বালু ফিলিং ও কার্পেটিং না করেই ব্লক লাগানো হচ্ছে। এতে কিছুদিন পরেই মাটি ধসে ব্লক ছুটে যাবে। গত বছর যে ব্লক লাগানো হয়েছিল তাও ধসে গেছে।
ঠিকাদারী প্রতিষ্ঠানের লিটন জানান, যে জায়গায় ব্লক লাগানো হচ্ছে সেখানে বালু ফিলিং ও কার্পেটিং দেওয়ার কথা নয়। কর্তৃপক্ষ যদি বলেন তাহলে আমি পুনরায় কাজ করে দেব।
শান্তিগঞ্জ উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আল নুর তারেক জানান, খবর পেয়ে স্পটে লোক পাঠিয়েছি। ঠিকাদার যদি কাজে অনিয়ম করে থাকে তাহলে তদন্তে প্রমাণিত হলে ব্লক উঠিয়ে নতুনভাবে লাগিয়ে দেওয়া হবে।
- মেয়াদপূর্তির পরও টাকা পাচ্ছেন না ব্যবসায়ী
- পৌনে চার লক্ষ টাকার অবৈধ পণ্য আটক