শান্তিগঞ্জে মাধকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

শান্তিগঞ্জ অফিস
‘মাদক পরিহার করুন, স্মার্ট বাংলাদেশ গড়ুন, মাদকে নেই কোনো সমাধান, আছে শুধু অপমান’ স্লোগানকে সামনে রেখে শান্তিগঞ্জ থানা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের আয়োজনে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ থানা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৪টায় শান্তিগঞ্জ থানা বনাম ডিএনসি সুনামগঞ্জ একাদশ প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয়। এর আগে থানা অফিসার ইনচার্জ (ওসি) খালেদ আহমদ চৌধুরী, এসআই তপন কান্তি দাসের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার উজ জামান, সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হক, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন প্রমুখ। প্রীতি ফুটবল ম্যাচে ধারা ভাষ্যকার ছিলেন শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি রিপন তালুকদার।