শান্তিগঞ্জ-রজনীগঞ্জ সড়ক পরিদর্শনে পরিকল্পনামন্ত্রী

শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ-রজনীগঞ্জ সড়কের কাজ পরিদর্শন করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। শুক্রবার বেলা সাড়ে ১১টায় শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ-রজনীগঞ্জ সড়ক পরিদর্শন করেন তিনি। শতকোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে সড়কটি।
এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার উজ জামান, উপজেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) আল নুর তারেক, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী, উপ পুলিশ পরিদর্শক তপন কান্তি দাস প্রমুখ।
পরে পরিকল্পনামন্ত্রীর নিজ গ্রামে প্রতিষ্ঠিত আজিজুন নেসা টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন করেন।