স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ ২ আসনের (দিরাই শাল্লার) সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর স্ট্যাটাস দেয়ায় এস এম শামীমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২টায় স্থানীয় শহিদ মিনারের সামনে শাল্লার সর্বস্তরের জনগণের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাবেক ইউপি চেয়ারম্যান জামান চৌধুরী (ফুল মিয়া) সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক অজয় তালুকদারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি কাজল বরণ চৌধুরী, শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রান্টু লাল দাশ, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক ও সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক পিসি দাশ পিযুষ, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নওশের মনির, আওয়ামী লীগ নেতা একরামুল হোসেন, বাহাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পিযুষ কান্তি দাশ, স্বেচ্ছাসেবকলীগ নেতা মিহির কান্তি রায়, যুবলীগ নেতা তফশীর আলম চৌধুরী প্রমুখ।
বক্তাগণ তাৎক্ষণিক আইনি পদক্ষেপ গ্রহণ করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে শামীমের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সুনামগঞ্জ ২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা কে নিয়ে ফেসবুকে মানহানিকর কুরুচিপূর্ণ ও স্ট্যাটাস দেওয়ায় এস এম শামীম নামের এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার বিকালে শাল্লার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। এর আগে শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে শাল্লা থানার উপ পরিদর্শক আব্দুল আলীম সিলেটের আম্বরখানা এলাকা থেকে শামীম কে গ্রেপ্তার করে। আটককৃত এসএম শামীম শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের আটগাঁও কসবা হাটির মৃত জাবেদ আলীর ছেলে।
- মায়ের বয়স ৪৯, ছেলের বয়স ৪৮!
- ধর্ষণ ও অপহরণ/ পৃথক মামলায় ৪ জনের কারাদণ্ড