স্টাফ রিপোর্টার, শাল্লা
সুনামগঞ্জ ২ আসনের (দিরাই শাল্লার) সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর স্ট্যাটাস দেয়ায় এস এম শামীমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৩টায় শাল্লা ও দিরাই উপজেলার সর্বস্তরের মানুষের আয়োজনে দিরাই উপজেলার শ্যামারচর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শাল্লা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কালাই মিয়ার সভাপতিত্বে ও দিরাই উপজেলার চরনারচর ইউনিয়ন যুবলীগ নেতা নরুল হক এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন দিরাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জগদীশ সামন্ত, শাল্লা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নওশের মনির প্রমুখ।
বক্তাগণ তাৎক্ষণিক আইনি পদক্ষেপ গ্রহণ করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে শামীমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
প্রসঙ্গত, সুনামগঞ্জ ২ (দিরাই—শাল্লা) আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা কে নিয়ে ফেসবুকে মানহানিকর কুরুচিপূর্ণ ও স্ট্যাটাস দেওয়ায় এস এম শামীম নামের এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার বিকালে শাল্লার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। এর আগে শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে শাল্লা থানার উপ পরিদর্শক আব্দুল আলীম সিলেটের আম্বরখানা এলাকা থেকে শামীম কে গ্রেপ্তার করে। আটককৃত এসএম শামীম শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের আটগাঁও কসবা হাটির মৃত জাবেদ আলীর ছেলে।
- বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের বাৎসরিক পরিকল্পনা সভা
- জামালগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল