স্টাফ রিপোর্টার
শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর, উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় পৌর মেয়রের কার্যালয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত।
কাউন্সিলর চঞ্চল কুমার লৌহের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ দীলিপ মজুমদার, ন্যাথানায়েল এডুইন ফেয়ারক্রস, ধূর্জটি কুমার বসু, রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক যোগেশ^র দাস, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য্য, জেলা কৃষক লীগের সদস্য সচিব বিন্দু তালুকদার, দুর্গাবাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিকাশ কান্তি চৌধুরী, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়, সাধারণ সম্পাদক বিমল বণিক, মল্লিকপুর কালী মন্দির পূজা কমিটির সভাপতি লিটন সরকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ঝন্টু তালুকদার, অ্যাড. পরিতোষ রায় প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আহমদ নুর, কাউন্সিলর আবুল হাসনাত মো. কাউসার।
- সুদের চাপে পালিয়ে বেড়াচ্ছে যুবক
- ২টি পরিবারের ৫টি গরু চুরি