শাল্লায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

স্টাফ রিপোর্টার, শাল্লা
শাল্লা উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা পরিষদের সামনে নির্মিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব’র সভাপতিত্বে এবং মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপার ভাইজার কালীপদ দাসের উপস্থাপনায়,সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শোয়েব চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা প্রেমবাশি দাস, বীর মুক্তিযোদ্ধা অনিল দাস, শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া, উপজেলা প্রেসক্লাব সভাপতি পি সি দাশ, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কালীপদ রায় প্রমুখ।
সভা শেষে ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে ১২ টায় উপজেলা পরিষদ গণমিলনায়তনে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের আয়োজন ৭ মার্চের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।