শাল্লায় প্রাথমিক শিক্ষা, সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
শাল্লার প্রয়াত অধ্যাপক বিধু ভূষন চৌধুরীর স্মৃতি রক্ষায় সংকল্প প্রাক- প্রাথমিক শিক্ষা কেন্দ্র, মহিলা সেলাই প্রশিক্ষণ কেন্দ্র এবং শিশুদের কম্পিটার কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার ৪ নম্বর শাল্লা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এর উদ্বোধন করেন শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেবের সভাপতিত্বে ও ইউনিয়ন মেম্বার আব্দুল হাই’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রয়াত বিধু ভূষন চৌধুরীর ছেলে নিউইয়র্কের পুলিশ অফিসার নিয়ন চৌধুরী কল্লোল, সংকল্প সমাজকল্যাণ সংগঠনের উপদেষ্টা আনছারুল হক বাবু, ৪ নম্বর শাল্লা ইউনিয়নের চেয়ারম্যান মো. ছাত্তার মিয়া, শাল্লা উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ জামান, উপজেলা সমবায় অফিসার হিরন্ময় রায়।
উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংকল্প সমাজকল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন চৌধুরী। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংকল্প সমাজকল্যাণ সংগঠনের সভাপতি দিলু চৌধুরী অসিত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রয়াত বিধু ভূষন চৌধুরীর ছেলে নিউইয়র্কের পুলিশ অফিসার নিয়ন চৌধুরী কল্লোল বলেন, আমার বাবার স্বপ্ন ছিল এই এলাকার মানুষের উন্নয়নে কাজ করার। উনি সারাজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। এই প্রতিষ্ঠানের বাচ্চারা প্রাক প্রাথমিক পড়াশুনা, গ্রামের মহিলাদের জন্য সেলাই প্রশিক্ষণ এবং কোমলমতি শিশুদের জন্য কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা শেষে প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে বই এবং সেলাইয়ের কাজ শেখার জন্য সেলাই মেশিন বিতরণ করেন অতিথিরা।