শাল্লা প্রতিনিধি
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাংসদ ড. জয়া সেনগুপ্তা বলেছেন, বাঁধ নিয়ে অনেক অপপ্রচার হচ্ছে। দূরে থেকে যেরকম শুনি কাছে এসে সেরকম দেখতে পাই না। লক্ষ রাখবেন কোনো মতেই হাওরাঞ্চলের ভাবমূর্তি যেন নষ্ট না হয়। আজ বুধবার পানি সম্পদ প্রতিমন্ত্রী আসছেন। আমি আশাকরি কর্মকর্তা, জনপ্রতিনিধিবৃন্দ আপনারা ভালো কাজ দেখিয়ে তাকে সন্তুষ্ট করতে পারবেন।
মঙ্গলবার দুপুরে শাল্লায় গণমিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেবের সভাপতিত্বে ও মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন)।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রাণী দাশ, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাশ, শাল্লা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, শাল্লা ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার মিয়া প্রমুখ।
পরে উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকদের নিয়ে মতবিনিময় সভা করেন ড. জয়া সেনগুপ্তা । বিকালে তিনি দিরাই উপজেলার উদ্দেশে যাত্রা করেন।
- স্বস্তির বৃষ্টিতে আশঙ্কামুক্ত কৃষক
- শাল্লাবাসীর যোগাযোগ দুর্গমতার অবসান ঘটুক