শাহ ক্বারি নূর আলী (র.) এর উরস সমপন্ন

এম.এ রাজ্জাক, তাহিরপুর
তাহিরপুরে আধ্যাত্মিক সাধক হযরত শাহ ক্বারি নূর আলী (রঃ) এর উরস মোবারক রবিবার ভোরে শুরু হয়ে সোমবার সকালে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। উরসে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় অর্ধলাখ নারী পুরুষ, ভক্ত তরং-শিবরামপুর শাহ ক্বারি নূর আলী (রও) মাজার প্রাঙ্গণে সমবেত হন। দূর আসা ভক্ত আশেকানরা বিভিন্ন মানত ও তবারক বিতরণ করেছেন। মাজার মাঠে শিল্পী ও ভক্তরা বাউল, মুর্শিদী ভাটিয়ালী গান সহ বিভিন্ন গান পরিবেশন করে মঞ মাতিয়ে রাখেন। আবার কেউ কেউ হালকা জিকির করে মনের ভাবনা প্রকাশ করেন।
এইদিকে তরং, শিবরামপুর, নয়াবন্ধ, বেতাগড়া, শ্রীপুর, কুড়েপাড়াসহ বেশ কয়েকটি গ্রামে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল। উরস উপলক্ষে মাজার মাঠে মেলা বসেছিল। মেলায় নানা রঙের খেলনা দোকান ও খাবারের দোকানে উপচেপড়া ভিড় ছিল। মাজার এলাকায় নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। রাত ১০ টার দিকে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা, সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান রনি ও তাহিরপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন মাজার জিয়ারত এবং পরিদর্শন করেন।
উরস কমিটির অর্থ সম্পাদক ফেরদৌস আলম আখঞ্জী বলেন, এবার মাজারে প্রায় অর্ধলাখ মানুষ জমায়েত হন। খাসি, মোরগ, নগদ অর্থ সহ বিভিন্ন মানত ভক্তরা নিয়ে এসেছেন। যা মাজার কমিটি সঠিক ভাবে বিতরণ করেছেন।
স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন তালুকদার বলেন, এবারের উরস উৎসব কোন অপ্রিকর ঘটনা ঘটেনি। সুন্দর ভাবে সমপন্ন হয়েছে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, রাতে মাজার জিয়ারত ও পরিদর্শন করেছি আমরা। উরস প্রাঙ্গণে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্হা জোরদার করা হয়েছিল।