শিক্ষাকে গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার-এমপি রতন

জামালগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ—১ আসনের সাংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি বলেন, সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করছে। শিক্ষাকে গতিশীল করতে হলে আলাদা শিক্ষা কমিশন দরকার। নতুন নতুন কৌশল বের করে শিক্ষা কমিশনের মাধ্যমে শিক্ষায় বিপ্লব ঘটানো হবে।
শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ‘জামালগঞ্জে সকল মাধ্যমিক স্কুলের মানসম্মত শিক্ষা অর্জন, প্রতিবন্ধকতা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়েরে প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক চিত্তরঞ্জন দাস’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের সভাপতি রেজাউল করিম শামীম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, নোওয়াগাঁও অষ্টগ্রাম ফাজিল মাদ্রাসার সভাপতি মিছবাহ উদ্দিন, আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাবেক উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক মাষ্টার, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুল মুকিত, ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, বেহেলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. আলম আকঞ্জী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাকর মজুমদার। বক্তব্য রাখেন নোওয়াগাঁও অষ্টগ্রাম ফাযিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো. নূর উদ্দিন, জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীতোষ চন্দ্র তালুকদার, সাবেক প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, ভীমখালি উচ্চ বিদ্যালয়ের প্রধান রফিকুল ইসলাম, বেহেলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতি রঞ্জন পুরকায়স্থ, লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, সুখদেবপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল খয়ের তালুকদার, লক্ষীপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মিছবাহর রহমান, নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দীপালী রানী তালুকদার, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, ভীমখালি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনির হোসেন, সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আক্তার হোসেন প্রমুখ।