স্টাফ রিপোর্টার
আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর হবে আজকের শিক্ষার্থীরা। শিক্ষার আসল উদ্দেশ্য মনুষ্যত্বের বিকাশ। অভিভাবকরা তাদের সন্তানদের গোল্ডেন জিপিএ ৫ পাওয়ার জন্য সবসময় চাপ দিয়ে থাকেন। আসলে সন্তানকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে হলে গোল্ডেন নয়, ভালো শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য তাকে সুযোগ দিতে হবে। সন্তানদের প্রতিযোগিতার মাঠে নামালে সে কখনো সঠিক শিক্ষা লাভ করতে পারবে না। শিশুদের তাদের শৈশব থেকে বঞ্চিত করে শিক্ষার আলো জ্বালানে যাবে না।
সোমবার সকালে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে নবীন বরণ, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ।
পরে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনসুর রহমান খান’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজে অধ্যক্ষ প্রফেসর রজত কান্তি সোম, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক অ্যাড.পীর মতিউর রহমান, প্রাক্তন প্রধান শিক্ষক মফিজুল হক মোল্লা, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফয়জুর রহমান, সহকারী প্রধান শিক্ষক (দিবা) সুচরিতা দাস, সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী) ঝলক রঞ্জন তালুকদার, সিনিয়র শিক্ষক অনুপ নারায়ণ তালুকদার।
সভা শেষে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ করা হয়। এর আগে নবম শ্রেণির শিক্ষার্থী মাহফুজ ও প্রজ্জ্বল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন পাঠ করেন মোতাসিম হক নাফিজ ও গীতা পাঠ করেন রাজ চক্রবর্তী।
- ধর্মপাশায় আ.লীগের আনন্দ মিছিল
- নদীতে চাঁদাবাজি বন্ধে জামালগঞ্জে মানববন্ধন