শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জের শিমুলবাক ইউনিয়নে মতবিনিময় সভা করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। শনিবার বিকাল ৪টায় ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের বাজারে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সাথে মতবিনিময় করেন তিনি।
রামেশ্বরপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা আবুল কাশেমের সভাপতিত্বে ও সিলেট মহানগর শ্রমিক লীগের সহ সভাপতি মোশাররফ হোসেন জাকিরের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
সভায় বক্তব্য রাখেন শিমুলবাক ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মোশাহেদ হোসেন, স্পেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল কামালী, রামেশ্বরপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক বিপুল দত্ত রায়, সহ সভাপতি আয়না মিয়া, মানিক মিয়া মাস্টার, সুকুমার তালুকদার, যুবলীগ নেতা রাজু আহমেদ ও যুবলীগ নেতা জয়নাল আবেদিন। এসময় এলাকার সব শ্রেণি—পেশার মানুষ উপস্থিত ছিলেন।
- সাকিব-তামিমের দ্বন্দ্ব, বাংলাদেশের ক্রিকেটে ‘গ্রুপিং’
- জাতিকে বীর শূন্য করতে লিটনদের হত্যা কর হয়