শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহিদ মিনারে আলপনা

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহিদ মিনারে আলপনা অংকন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি এবং দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার সম্পাদক বিজন সেন রায়, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমির চারুকলা প্রশিক্ষক দিপেন্দ্র নারায়ণ চৌধুরী স্বপন, হীরেন্দু ভূষণ তালুকদার মনজু, চিত্রশিল্পী শুভ এষ, শুভ রায়, পল্লব ভট্টাচার্য্য।
জেলা সাংস্কৃতিক কর্মকর্তা আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী বলেন, ১৯৭৪ সালের ১৯ ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশীয় সংস্কৃতির লালন, ধারণ, উৎকর্ষ সাধন এবং বিকাশের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন। এই দিনটি আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নির্দেশনায় জেলা শিল্পকলা একাডেমিসমূহ শিল্পের সকল শাখার উৎকর্ষ আনয়ন এবং বিকাশে কাজ করছে। তাছাড়া জাতীয় দিবসসমূহ বিশেষ গুরুত্ব দিয়ে প্রতিপালন করছে। ২১ ফেব্রুয়ারি আমাদের জাতীয় চেতনার উৎসমূল। শহিদ মিনার আমাদের জাতীয় স্তম্ভ। সেই বেদীমূলে শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আল্পনা অংকন আমাদের ধারাবাহিক কর্মসূচির অংশ। বিগত বছরসমূহের ন্যায় এবারও এই কাজটি আন্তরিকতার সঙ্গে সম্পন্ন করা হয়েছে। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
এর আগে জেলা শিল্পকলা একাডেমির সংগ্রহশালায় শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যেখানে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।