স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌর শহরে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সোহাগ মিয়া (১৮) নামের এক বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে শহরের পাঠানাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোহাগ ওই এলাকার বশির মিয়ার ছেলে।
মামলা ও পারিবারিক সূত্রে জানা গেছে, একই এলাকার তৃতীয় শ্রেণিপড়–য়া একটি মেয়ে গত ৭ মার্চ সন্ধ্যায় তার প্রতিবেশীর ঘরে পড়তে যায়। পড়া শেষে নিজের ঘরে ফেরার সময় সোহাগ তাকে ফুসলিয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। পরে এ নিয়ে কাউকে কোনো কিছু না বলতে মেয়েটিকে হুমকি দেয় সোহাগ। মেয়েটি তিনদিন পর পরিবারের অন্যদের কাছে ঘটনাটি জানায়। এরপর মেয়েটির বাবা থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, সোহাগ গ্রামে বখাটে হিসেবে পরিচিত। সে এর আগেও নানা অপকর্ম করেছে। নির্যাতনের শিকার মেয়েটির বাবা দিনমজুর। তিনি বলেন, আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, সোহাগের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ থানায় মামলা হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।
- অবশেষে বাড়িতে এলো গ্রিস প্রবাসীর মরদেহ
- সরকারের উন্নয়ন জনগণের কাছে পৌঁছাতে হবে- জেলা প্রশাসক