স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে মারামারির ঘটনায় আটককৃত ৪ ব্যক্তিকে বুধবার দুপুরে সুনামগঞ্জ জেল হাজতে পাঠিয়েছে তাহিরপুর থানা পুলিশ। আটককৃতরা হলেন- তাহিরপুর সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ইউপি সদস্য শহীদ মিয়া (৫০), আব্দুল হান্নান (৪০), ছুরত আলী (৬৫), শফিক মিয়া (৩০)। পুলিশ ঘটনাস্থলের পাশ থেকে দেশীয় দা, সেল সুলফি উদ্ধার করে তাহিরপুর থানায় নিয়ে আসে।
জানা যায়, তাহিরপুর সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল ও দুপুরে গ্রামের ইউপি সদস্য শহীদ মিয়া ও ছুরত আলী পক্ষদ্বয়ের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়। সংঘর্ষে ৫ জন আহত হয়। ছুরত আলীর পক্ষের আহতরা হলেন- আব্দুল করিম (৫০), আরব আলী (৩০), আলমগীর (২৫) ও রাবিয়া বেগম (২৫), শহীদ মিয়ার পক্ষের আহতরা হলেন- নজির মিয়া (৩০)। গুরুতর আহত আব্দুল করিমকে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।
তাহিরপুর থানার এসআই হেলাল উদ্দিন বলেন, আটককৃত ৪ জনকে বুধবার দুপুরে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। ঘটনাস্থলের আশপাশ থেকে দেশীয় সেলসুলফি উদ্ধার করা হয়েছে।
- হাদিউলের লন্ডন যাওয়ার স্বপ্ন ঝরলো সড়কে
- নারী নেত্রীকে হেয় করে বক্তব্য দেওয়ায় মানববন্ধন