স্টাফ রিপোর্টার
জাতির পিতা বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকীও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে শহরের সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে শিক্ষার্থীদের মধ্যে এই উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক দিদারের আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, সরকার বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের জন্য অটিস্টিক স্কুল করেছে। তাদের সঠিক যত্ন নিতে হবে, সকল শিশু আমাদের দেশের সম্পদ। পরিবার থেকে শুরু করে সকল জায়গায় তাদের অধিকার প্রতিষ্ঠা এগিয়ে আসতে হবে। প্রতিবন্ধী মানুষও আজ চাকরি করছে। তাদের আগামী দিনের জন্য গড়ে তুলতে হবে।
এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো এহসান শাহ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সাইদ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ওআইসিটি মো. রেজাউল করিম, অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক সাফাতুল হক চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক মোকাররম হোসেন প্রমুখ।
- জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে বইপড়া কর্মসূচির উদ্বোধন
- শিক্ষাকে গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার-এমপি রতন