স্টাফ রিপোর্টার
প্রবাসী কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক ও সুনামগঞ্জ জনকল্যাণ সমিতি পেটারসন, নিউজার্সি, যুক্তরাষ্ট্রের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় সুনামগঞ্জ জেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দুইশত অসহায় পরিবারের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, প্রবাসী কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক’র সভাপতি মোশাররফ আলম, সাধারণ সম্পাদক দেওয়ান বজলু চৌধুরী, সমিতির সাবেক সভাপতি বুস্তান চৌধুরী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি মোশাররফ আলম বলেন, সুনামগঞ্জে বিগত বন্যায় ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। বিশেষ করে দরিদ্র পরিবারের লোকজন তাদের বসতঘর, আসবাবপত্র এবং ঘরে থাকা কাপড় চোপড় নষ্ট হয়েছে। পানিতে ভেসে গেছে। আমরা সময়মতো প্রবাসীরা তাদেরকে সহায়তা করতে পারিনি। এই শীতে দরিদ্র পরিবারের লোকজন কষ্টে দিনাতিপাত করছেন। আমরা এবছর দুইশত অসহায় পরিবারকে শীতবস্ত্র দিয়ে সহায়তা করেছি। আগামীতে আমাদের প্রবাসী সমিতির পক্ষ থেকে আরও বেশি পরিমাণে সহায়তা করতে চেষ্টা করব ইনশাআল্লাহ।
- দিরাইয়ে পতিত জমি দখলের প্রতিবাদে মানববন্ধন
- জামালগঞ্জে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন