শুক্কুর আলীর হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
সদর উপজেলার সুরমা ইউনিয়নের মুসলিমপুর গ্রামে গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে নিহত স-মিল শ্রমিক মো. শুক্কুর আলীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় শহরের আলফাত উদ্দিন স্কয়ারে নিহতের স্বজন ও এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত মো. শুক্কুর আলীর ছেলে জুয়েল মিয়া, মেয়ে আকলিমা খাতুন, স্ত্রী ফাতেমা খাতুন, স্থানীয় বাসিন্দা আবুল বাশার, হাবিবুল্লাহ প্রমুখ।
মানববন্ধনে নিহত শুকুর আলীর ছেলে জুয়েল মিয়া অভিযোগ করে বলেন, হত্যা মামলার আসামীরা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে প্রকাশ্যে ঘুরাফেরা করছে, আমাদের বাসায় এসে ভয় দেখাচ্ছে।
মেয়ে আকলিমা খাতুন বলেন, আমাদের পরিবারে আমার বাবাই ছিলেন একমাত্র ভরসা ও আশ্রয়ের জায়গা। আমাদের বাবাকে হত্যা করায় আজ আমরা এতিম। আমার ছোট, ছোট ভাই বোনেরা না খেয়ে দিন পার করছে। এখন আমাদের দেখার মতো কেউ নেই।
বক্তারা বলেন, শুক্কুর আলী গ্রামের নিরীহ মানুষ ছিল। এই অসহায় নিরীহ মানুষকে যারা হত্যা করেছে তাদের বিচার চাই। এসময় খুনিদের জামিন বাতিল করে অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তাঁরা।
মানববন্ধন শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী ও শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে আলফাত স্কয়ার থেকে আদালত প্রাঙ্গণে যান। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
উল্লেখ্য গত ২৮ মার্চ সকালে মুসলিমপুর গ্রামে গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে নিহত হন স-মিলের শ্রমিক মো. শুক্কুর আলী।