শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস /কৃষক লীগের আলোচনা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা কৃষক লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে শহরের ডিএস রোডের জেলা কৃষক লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক জুনেদ আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব বিন্দু তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক গৌতম বণিক, জেলা কৃষক লীগের সদস্য রফিকুল ইসলাম কালা মিয়া, আনোয়ারুল হক, তাজুল ইসলাম, মনোয়ার হোসেন মনু, সদর উপজেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মেহেদী হাসান লিটন, সদস্য শাহ আলম দিলোয়ার, আব্দুল মজিদ, মো. সাজু মিয়া প্রমুখ।