জামালগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জামালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন’র সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, মো. মতিউর রহমান, আওয়ামী লীগ নেতা আবুল কালাম সরকার, মো. তোতা মিয়া, ফারুক আহমদ, যুবলীগ আহবায়ক আবুল খয়ের।
সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তার কন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ১৯৮১ সালে এই দিনে দীর্ঘ নির্বাসন শেষে বাংলার মাটিতে পা রাখেন। তিনি এসে বলেছিলেন— আমি সব কিছু হারিয়েছি। আমার হারাবার কিছু নাই। আমি বাংলার প্রতিটি মানুষের জন্য কাজ করতে চাই। আপনারা আমাকে সহযোগিতা করবেন। তার পর থেকে অদ্যাবধি তিনি মানুষের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। সকলে উনার জন্য দোয়া করবেন তিনি যেন দীর্ঘজীবী হয়ে মানুষের কল্যাণে কাজ করতে পারেন।
- জামালগঞ্জে কম্পিউটার প্রশিক্ষণের সনদ ও ভাতা বিতরণ
- শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জগন্নাথপুরে সভা