শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জগন্নাথপুরে সভা

জগন্নাথপুর অফিস
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ুম মশাহিদ, ইকবাল হোসেন ভূঁইয়া, শশি কান্ত গোপ, আব্দুল তাহিদ, মনু মোহাম্মদ মতছির, উপজেলা যুবলীগের সহসভাপতি সাইফুল ইসলাস রিপন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাহা আহমদ প্রমুখ।