শোকসংবাদ/শাহ আলী

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরের বিশিষ্ট আওয়ামীলীগ নেতা শাহ আলী (৬৩) আর নেই। রবিবার সকাল ৬টায় উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের পাঠাবুকা গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি———— রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে রেখে যান। দুপুর ২টায় পাঠাবুকা গ্রামের মাঠে নামাজের জানাজা শেষে পঞ্চায়েতি গোরস্থানে তাকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে বিবৃতি দিয়েছেন সুনামগঞ্জ—১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন রতন, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ হাফিজ উদ্দিন, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বজলুর রশিদ, সাধারণ সম্পাদক হাবুল মিয়া, তাহিরপুর সদর ইউপি সদস্য জয় রায়, যুবলীগ নেতা অনির্বাণ দাস, শওকত হাসান।